অগ্নিকাণ্ডজনিত যেকোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের দ্বারস্থ হতে হয়। শুধু অগ্নিকাণ্ড নয়; ভবন ধস, পানিতে কেউ ডুবে গেলে, অ্যাম্বুলেন্স সার্ভিস, অগ্নি প্রতিরোধ মহড়া ও প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীরা সাজ-সরঞ্জামাদিসহ দুর্ঘটনাস্থলে ছুটে যান। যেকোনো দুর্যোগে ১০২ ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়বাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীগণ সাজ-সরঞ্জামাদিসহ দুর্ঘটনাস্থলে ছুটে যান। যেকোনো দুর্যোগে ১০২ ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়।
ঢাকা ও ঢাকার বাইরের ফায়ার সার্ভিস স্টেশন : কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। ফোন : ৯৫৫৫৫৫৫, ০১৭১৩-০৩৮১৮১, ০১৭১৩-০৩৮১৮২।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। ফোন : ৯৫৫৫৫৫৫ (এক্স. ২৪৫)
সচিবালয় ফায়ার ইউনিট বাংলাদেশ সচিবালয়, ঢাকা ফোন : ৯৫১৫৫৫৫
লালবাগ ফায়ার স্টেশন লালবাগ, ঢাকা। ফোন : ৮৬১৯৯৮১, ০১৭৩০-০০২২১৮।
পলাশী ব্যারাক ফায়ার স্টেশন, পলাশী, ঢাকা। ফোন : ০১৭৩০-০০২২১৯।
সদরঘাট ফায়ার স্টেশন সদরঘাট, ঢাকা ফোন : ৭১১৯৭৫৯, ০১৭৩০-০০২২১০।
পোস্তগোলা ফায়ার স্টেশন পোস্তগোলা, ঢাকা ফোন : ০১৭৩০-০০২২১৬।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশন কেরানীগঞ্জ, ঢাকা ফোন : ৭৭৬৬৬৬৬, ০১৭৩০-০০২২৪৭।
ডেমরা ফায়ার স্টেশন ডেমরা, ঢাকা। ফোন : ৭৫০০১১১, ০১৭৩০-০০২৩০২।
খিলগাঁও ফায়ার স্টেশন খিলগাঁও, ঢাকা। ফোন : ৭২১৮৩২৯, ০১৭৩০-০০২২২৫।
তেজগাঁও ফায়ার স্টেশন তেজগাঁও, ঢাকা। ফোন : ৯৮৯৮১৮৭, ০১৭৩০-০০২২২৬।
কুর্মিটোলা ফায়ার স্টেশন কুর্মিটোলা, ক্যান্টনমেন্ট, ঢাকা। ফোন : ৯৭১৩৩৯৯, ০১৭৩০-০০২২৩২।
মিরপুর ফায়ার স্টেশন মিরপুর, ঢাকা। ফোন : ৯০০১০৫৫, ০১৭৩০-০০২২২৯।
মোহাম্মদপুর ফায়ার স্টেশন মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯১১২০৭৮, ০১৭৩০-০০২২২৭।
ইপিজেড ফায়ার স্টেশন ইপিজেড, ঢাকা। ফোন : ৭৭৮৮৪৪৪, ০১৭৩০-০০২২৩১।
বারিধারা ফায়ার স্টেশন বারিধারা, ঢাকা। ফোন : ৮৮২৭৩৯৭, ০১৭৩০-০০২২৪৫।
সাভার ফায়ার স্টেশন সাভার, ঢাকা। ফোন : ৭৭৪৮৩৩৩, ০১৭৩০-০০২২৫০।
ধামরাই ফায়ার স্টেশন ধামরাই, সাভার। ফোন : ০১৭৪২-৩০২৮৫০।
বিস্তারিত পড়ুন: http://infopedia.com.bd/useful-information/1064
